Thank you for trying Sticky AMP!!

সেই প্রতিবন্ধী স্কুল পেল থ্রি-হুইলার অটো

লালমনিরহাট

লালমনিরহাটের সেই কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়টি একটি ব্যাটারি চালিত থ্রি-হুইলার ও পাঁচটি হুইল চেয়ার সহায়তা পেয়েছে। স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক কৃষক আবদুর রশিদের হাতে শনিবার থ্রি-হুইলারটি তুলে দেন সামাজিক মাধ্যম ফেসবুকের ‘আমরাই কিংবদন্তি’ নামের একটি গ্রুপের সদস্যরা।

‘আমরাই কিংবদন্তি’র সদস্যরা এর আগে বিদ্যালয়ের অকেজো তিনটি অটোরিকশা মেরামতে ৬৮ হাজার টাকা দেন।

বিদ্যালয়টিকে সহায়তা দেওয়ার সময় গ্রুপটির সদস্য নাজমুল হোসেন, আবদুল মতিন, নিশো মিল্কি, জিয়া উদ্দিন ফয়সাল, কাজী আল আরাফাত, আশিকুর রহমান, নাজমুস সাকিব ও শামিম আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ১৩ মে ঢাকার রিসার্চ ফিজিও থেরাপিস্ট সংগঠন থেকে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়। এ সময় ওই সংগঠন থেকে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পাঁচটি উন্নতমানের হুইল চেয়ার সহায়তা দেওয়া হয়। চেয়ারগুলো শনিবার দুপুরে চলাচলে অক্ষম পাঁচ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, এই বছরের ২৮ মার্চ প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘প্রতিবন্ধী শিশুদের আলোকিত করছেন এক কৃষক’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি পড়তে নিচের লিংকে ক্লিক করুন।

আরও পড়ুন
প্রতিবন্ধী শিশুদের আলোকিত করছেন এক কৃষক