Thank you for trying Sticky AMP!!

সৈয়দপুরে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

নীলফামারীর সৈয়দপুরে নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আজাদ (৪৫) নামের ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে খড়খড়িয়া নদীতে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ। সেই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ট্রাক্টর, কোদাল, ও বেলচা জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরও কর্ণপাত না করে তাঁরা নিজেদের স্বার্থে বালু উত্তোলনের কাজ অব্যাহত রাখেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় সতর্ক দৃষ্টি রাখবে বলে জানান তিনি।