Thank you for trying Sticky AMP!!

সৈয়দপুরে শহীদ পরিবারকে কটূক্তির অভিযোগে ডিজিটাল আইনে মামলা

নীলফামারী জেলার মানচিত্র

নীলফামারীর সৈয়দপুরে ফেসবুকে শহীদ পরিবারকে কটূক্তির অভিযোগে একজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ রোববার সকালে শহরের চাল ব্যবসায়ী মো. ইকবালের (৪২) নামে মামলাটি করা হয়। মামলার বাদী সৈয়দপুর প্রজম্ম ’৭১-এর সাধারণ সম্পাদক মহসিনুল হক।

মামলার এজাহারে মহসিনুল হক অভিযোগ করেন, ইকবাল ১৯ জুন ফেসবুকের একটি পোস্টের কমেন্টে শহীদ সন্তানদের নিয়ে কটূক্তি করেন। তিনি তাঁদের ‘শয়তানের’ সঙ্গে তুলনা করেন। এ ঘটনায় তিনি সৈয়দপুর থানায় মো. ইকবালকে আসামি করে মামলা করেছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। শিগগিরই আসামিকে গ্রেপ্তার করা হবে।’

প্রজম্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখার সভাপতি এ এম মঞ্জুর হোসেন বলেন, যেখানে জাতীয় সংসদে প্রতিটি কার্যদিবসে বারবার ৩০ লাখ শহীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়, সেখানে কীভাবে একজন ব্যক্তি শহীদ পরিবারকে নিয়ে কটূক্তি করেন? তিনি অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান।