Thank you for trying Sticky AMP!!

সোনাগাজীতে চিকিৎসক-নার্সদের টাকায় তৈরি হচ্ছে গাউন

ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-নার্সদের টাকায় সেলাই করে ২০টি গাউন, মাস্কসহ নিরাপত্তা সরঞ্জাম বানানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল দাশ প্রথম আলোকে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে উপজেলায় র‌্যাপিড রেসপন্স দল, ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে মোট ১০৪টি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু করোনাভাইরাস প্রতিরোধে হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কোনো প্রকার নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম নেই। তাই হাসপাতালের ১৫ জন নার্স ও পাঁচজন চিকিৎসকের জন্য তাঁদের টাকায় ২০টি গাউন, মাথার ক্যাপ, চশমা, জুতা ও মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম সেলাই করে বানানো হচ্ছে। কিছু কিছু জিনিস বাজার থেকে কেনা হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, উপজেলায় বিদেশ ফেরত ৪১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হঠাৎ কোনো ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত তাঁর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া সরকারিভাবে হাসপাতালের আবাসিক চিকিৎসকদের জন্য নিরাপত্তায় কিছু সরঞ্জাম পাওয়া গেছে।