Thank you for trying Sticky AMP!!

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

চলছিল স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কাজ। গতকাল শ্রীমঙ্গলের খুশবাস গ্রামে। প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি গ্রামের বাসিন্দারা একত্র হয়ে প্রায় ৬০ ফুট দীর্ঘ কাঁচা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৩৫ জন গ্রামবাসী মিলে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খুশবাস গ্রামের মোকামবাড়ি-হাইলহাওর রাস্তাটি সংস্কার করেন।

গতকাল খুশবাস এলাকায় গিয়ে দেখা যায়, কোদাল, দা, খুন্তি, বাঁশ ইত্যাদি নিয়ে গ্রামবাসী রাস্তা মেরামতের কাজ করছেন। কেউ বাঁশ কেটে খুঁটি বানাচ্ছেন, কেউ মাটি কাটছেন, কেউ আবার সবার জন্য নাশতা নিয়ে এসেছেন।

গ্রামের আরেক বাসিন্দা সেলিম মিয়া বলেন, এ রকম স্বেচ্ছাশ্রমে কাজ করতে এসে তাঁর ভালোই লাগছে। গ্রামের বাসিন্দা আবদুল ওহাহিদ বলেন, ‘মোকামবাড়ি-হাইলহাওর এই রাস্তাটি ধরে প্রতিদিন শংকরসেনা, খুশবাস, আশিদ্রোন গ্রামের স্কুল–কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ যাতায়াত করে। বৃষ্টিবাদলের দিন চলে আসায় ভাঙা রাস্তা আরও ভেঙে যাচ্ছিল। আশিদ্রোন ইউনিয়নের ইউপি সদস্য আবদুল আহাদের উদ্যোগে আমরা গ্রামবাসী মিলে সকালে রাস্তায় নামি। সবার মিলিত কাজে রাস্তার ভাঙা অংশ মাটি ও বাঁশের খুঁটি দিয়ে চলাচলের উপযুক্ত করা হয়।’