Thank you for trying Sticky AMP!!

হবিগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি

হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক মাদ্রাসাশিক্ষকের (৪৮) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কুঠিরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তাঁর মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ওই মাদ্রাসা শিক্ষক জ্বর ও সর্দিতে আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার বিকেল থেকে শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসোলেশন ওয়ার্ডে রেখে তাঁর চিকিৎসা চলছিল। এ অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, মারা যাওয়া ব্যক্তির করোনা উপসর্গ ছিল। তাই নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। লাশ পরিবারের কাছে আজ সকালে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁদের লাশ দাফন করতে বলা হয়েছে।