Thank you for trying Sticky AMP!!

হবিগঞ্জে নারী চা–শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের চুনারঘাট উপজেলার নালুয়া চা-বাগানে বন্য শূকরের কামড়ে পুর্ণিমা মুণ্ডা (৬০) নামের এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘাটে।  পুর্ণিমা মুণ্ডার বাড়ি উপজেলার গুটিবাড়ি এলাকায়।

কয়েকজন চা–শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গুটিবাড়ি এলাকার পুর্ণিমা মুণ্ডা প্রতিদিনের মতো চা-বাগানে কাজ করছিলেন। বিকেল চারটার দিকে হঠাৎ করে একটি বন্য শূকর তাঁর ওপর হানা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালুয়া চা–বাগানের কর্মকর্তা শামসুদোহা প্রথম আলোকে বলেন, পুর্ণিমা মুণ্ডার মুখে ও বুকের এক পাশে শূকরের কামড় দেখতে পেয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ প্রথম আলোকে জানান, পুর্ণিমা মুণ্ডার পরিবার পুলিশকে বিষয়টি জানিয়েছে।