Thank you for trying Sticky AMP!!

হবিগঞ্জে প্রথম করোনার রোগী, আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ-ফেরত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

হবিগঞ্জে প্রথমবারের মতো একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকা জেলা নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি এলাকায় ফেরেন।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শনিবার ঢাকা থেকে ওই ব্যক্তির করোনা ‘পজিটিভ’ থাকার বিষয়টি মুঠোফোনে তাঁকে মাধ্যমে জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বয়স ৪৮ বছর। তিনি হবিগঞ্জ সদর উপজেলার একটি এলাকার বাসিন্দা। কাজের সুবাদে নারায়ণগঞ্জে ছিলেন। সম্প্রতি সেখান থেকে হবিগঞ্জে ফেরেন তিনি। এরপর করোনাভাইরাসের মতো বিভিন্ন উপসর্গ দেখা দেয়। ফলে চিকিৎসকের শরণাপন্ন হন।

সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, ওই ব্যক্তিকে গত দুদিন হবিগঞ্জ সদর হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ আসায় তাঁকে এখন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।