Thank you for trying Sticky AMP!!

হাওরের ৬২ ভাগ ফসল কাটা হয়েছে

ফাইল ছবি

হাওরের প্রায় ৬২ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। পাকা অবস্থায় রয়েছে ১৪ শতাংশ ধান। ২৪ বোরো ধান এখনো পাকতে বাকি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

কৃষক ও শ্রমিকদেরকে উৎসাহ ও সহমর্মিতা-সহানুভূতি জানাতে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক কাল বুধবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, সদর ও তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকের বোরো ধান কাটা পরিদর্শনে যাচ্ছেন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে, হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া—এই সাতটি জেলায় এ বছর শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে (২৭ এপ্রিল) পর্যন্ত ২ দশমিক ৭৪ লাখ হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা শতকরা হিসাবে ৬২ ভাগ। সিলেটে ৬৫ ভাগ, মৌলভীবাজারে ৭২ ভাগ, হবিগঞ্জে ৫৫ ভাগ, সুনামগঞ্জে ৬৫ ভাগ, নেত্রকোনায় ৭৪ ভাগ, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ ভাগ ও কিশোরগঞ্জে ৪৭ ভাগ বোরো ধান কাটা হয়েছে।