Thank you for trying Sticky AMP!!

হাটহাজারীতে একদিনে ২৮ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে সোনালী ব্যাংকের চার কর্মকর্তা ও এক সংবাদকর্মীসহ একদিনে ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ২৮ মে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাদের নমুনা পাঠানো হয়েছিল।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষার ফল আজ রোববার জানানো হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন আজ প্রথম আলোকে বলেন, ২৮ মে ৪৫ জনের নমুনা ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এর মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ আসে। সবাইকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, ২ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত ৫৪৭ জনের নমুনা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬৯ জনের ফল পাওয়া গেছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন আজ বলেন, আক্রান্ত সব রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে। চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার মধ্যে হাটহাজারীতে কোভিড–১৯ রোগীর সংখ্যা বেশি।