Thank you for trying Sticky AMP!!

২২ দিন পর গাইবান্ধা-ঢাকা ট্রেন চলাচল শুরু

গাইবান্ধায় সান্তাহার-লালমনিরহাট রেলরুটে ২২ দিন পর আজ বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেলা একটার দিকে ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস যাত্রা করে। রাজশাহীস্থ বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন ট্রেন চলাচলের উদ্বোধন করেন। 


দুপুরে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, এই রুটে ট্রেন চলাচল বন্ধ হবার পর থেকে লালমনিরহাট থেকে গাইবান্ধা এবং সান্তাহার থেকে বোনারপাড়ার মধ্যে লোকাল ও মেইল ট্রেন চলাচল করে। রংপুর ও লালমনিরহাট থেকে আন্তনগর ট্রেন ঢাকায় চলাচল করে পার্বতীপুর ও সান্তাহার ভায়া হয়ে। আজ থেকে গাইবান্ধা থেকে ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হলো।

প্রকৌশলী আফজাল হোসেন ট্রেনের ইঞ্জিনের সামনে উঠে ধীর গতিতে বিধ্বস্ত অংশ পার করেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৭ জুলাই বন্যার পানিতে সান্তাহার-লালমনিরহাট রেলরুটের গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি থেকে ত্রিমোহিনী পর্যন্ত এলাকায় প্রায় ৫ কিলোমিটার অংশ ডুবে যায়। রেলপথের নিচের মাটি সরে যায়। ওই দিন বেলা ১১টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।