Thank you for trying Sticky AMP!!

২৪ ঘণ্টায় নতুন ১২১ জন করোনায় সংক্রমিত

ছবি রয়টার্স

বরিশাল বিভাগে গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১২১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪২৫। এ ছাড়া বিভাগে নতুন করে মারা যাওয়া ৪ জনের কোভিড-১৯ শনাক্ত হওয়ায় বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৮ জনে দাঁড়িয়েছে। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এ পর্যন্ত বরিশাল জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় ২ হাজার ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ৭৫২, ভোলায় ৪২২, পিরোজপুরে ৪৪৩, বরগুনায় ৪৩৬ ও ঝালকাঠিতে ৩৫৯ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৫ জন।

মারা যাওয়া ৮৮ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩৩, পটুয়াখালীতে ২৫, ঝালকাঠিতে ১১, পিরোজপুরে ৭, বরগুনায় ৭ ও ভোলায় ৫ জন রয়েছেন।