Thank you for trying Sticky AMP!!

৩ দিন পর রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১

করোনায় মৃত্যু

টানা তিন দিন মৃত্যুহীন সময় পার হওয়ার পর রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৪২ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ২৯। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে। টানা তিন দিন মৃত্যুহীন দিন অতিবাহিত হওয়ার পর এই মৃত্যুর ঘটনা ঘটল। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ২১৯। এর মধ্যে দিনাজপুর জেলার ৩২২, রংপুরের ২৯০, ঠাকুরগাঁওয়ের ২৪৬, পঞ্চগড়ের ৭৯, নীলফামারীর ৮৭, লালমনিরহাটের ৬৬, কুড়িগ্রামের ৬৬ ও গাইবান্ধার ৬৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৫ জন।

এদিকে নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ৮, পঞ্চগড়ের ৫, নীলফামারীর ৪, কুড়িগ্রামের ৩, ঠাকুরগাঁওয়ের ১২, দিনাজপুরের ১৯ ও গাইবান্ধার ২ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৩৫০।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, যেভাবে মানুষ এখন বাইরে বের হচ্ছে, তাতে করোনা সংক্রমণের নতুন করে শঙ্কা থেকে যায়। তাই সবারই করোনা প্রতিরোধে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।