Thank you for trying Sticky AMP!!

প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি পলাশ বড়ুয়া আর নেই

সাংবাদিক পলাশ বড়ুয়া

প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি পলাশ বড়ুয়া মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দুই ছেলে, স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।

পলাশ বড়ুয়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী (সদর) ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকার মৃত স্বদেশ বড়ুয়া ও মৃত সুজাতা বড়ুয়ার বড় ছেলে। তিনি পাহাড়ি জনপদে সাংবাদিকতার পাশাপাশি মানবিক স্বেচ্ছাসেবক ও সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন।

গত রোববার রাঙামাটির লংগদু উপজেলায় বেড়াতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে লংগদুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল ও চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়।

পলাশ বড়ুয়ার লাশ দীঘিনালায় পৌঁছানোর পর দাহক্রিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।