Thank you for trying Sticky AMP!!

খাঁচায় বন্দী পাখি রেখে পালিয়ে যায় শিকারিরা। পরে পাখি ও পাখি ধরার সরঞ্জাম জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লার পাড় এলাকায়

খাঁচায় বন্দী ৫টি ঘুঘু পাখি রেখে পালাল শিকারিরা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পাখি ধরার সরঞ্জামসহ পাঁচটি তিলা নাগ ঘুঘু পাখি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বাল্লার পাড় এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফের (সিউ)’ যৌথ অভিযানে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে পাখি ধরা রোধে স্থানীয়দের সচেতন করতে পথসভা করেন তাঁরা। অভিযানে বন বিভাগের ওয়াইল্ডলাইফ জুনিয়র স্কাউট সুব্রত তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক সোহেল শ্যাম, সদস্য সৌরভ প্রসাদ সোম, পরিবেশকর্মী ও সাংবাদিক আহাদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, ‘আমাদের কাছে খবর আসে, কিছু পাখি শিকারি পাখি ধরার সরঞ্জাম নিয়ে পাখি ধরছে। আমরা বন বিভাগকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে খাঁচায় বন্দী পাখি ও পাখি শিকারের সরঞ্জাম ফেলে শিকারিরা পালিয়ে যায়। পরে আমরা পাখিগুলো উদ্ধার করে নিয়ে আসি। আর পাখি ধরার কাজে কেউ যেন যুক্ত হতে না পারে, সে জন্য ওই এলাকায় একটি পথসভা করি।’

মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাখিগুলোকে তাঁরা পর্যবেক্ষণে রেখেছেন। সুস্থ মনে হলে শিগগিরই অবমুক্ত করা হবে।