Thank you for trying Sticky AMP!!

নির্বাচন নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

সুনামগঞ্জের শাল্লায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শুক্রবার সকালে

নির্বাচন নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

আজ শুক্রবার সকালে সুনামগঞ্জের শাল্লা থানার নবনির্মিত স্টুডিও অ্যাপার্টমেন্ট ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। পুলিশপ্রধানের বাড়িও শাল্লা উপজেলায়।

নির্বাচন নিয়ে পুলিশের কাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে জানিয়ে আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে কাজ করছি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কীভাবে কাজ করতে হয়, পুলিশের প্রত্যেক সদস্য ওয়াকিবহাল। পুলিশের সক্ষমতা বেড়েছে। তাই ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’

পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশেও লেগেছে। তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি, সেই নীতিতে পুলিশ কাজ করে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এ দেশের বিনিয়োগ বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করছে, যার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে। এতে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।

এ সময় পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।