Thank you for trying Sticky AMP!!

রংপুরে মার্কেটে অগ্নিকাণ্ড, আটটি দোকান ক্ষতিগ্রস্ত

রংপুর শহরের মতি প্লাজায় সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা

রংপুর শহরে মতি প্লাজা নামের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সোয়া তিনটার দিকে নগরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড়ের ওই মার্কেটে লাগা আগুনে আটটি দোকান সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পরে সাবস্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিট ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি জানিয়ে আবদুল হামিদ বলেন, তদন্ত করে আগুন লাগার কারণ নিশ্চিত করা হবে।

ওই মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নেভানোয় বড় ধরনের ক্ষতি হয়নি। আগুনে জামাকাপড়সহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।

মতি প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন চৌধুরী প্রথম আলোকে বলেন, মার্কেটে কয়েকটি গুদামসহ ৩২টি দোকান রয়েছে। আগুনে পুরো ও আংশিক মিলিয়ে আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যাই। খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হবে।’