Thank you for trying Sticky AMP!!

কালিয়ায় ব্যবসায়ী হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ব্যবসায়ী কামরুল শেখ হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। আজ নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে

নড়াইলের কালিয়া উপজেলায় ব্যবসায়ী কামরুল শেখ হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার চাঁচুড়ী বাজার বণিক সমিতির আয়োজনে নড়াইল-কালিয়া সড়কে সকাল সাড়ে ১০টায় শুরু হয় এ মানববন্ধন। পরে বিক্ষোভ মিছিল হয়। পুরুলিয়া ও চাঁচুড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামের নারী-পুরুষেরা নানা স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে যোগ দেন।

নিহত কামরুল শেখ (৪০) উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে। তিনি চাঁচুড়ী বাজারে জুতার ব্যবসা করতেন।

এ হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন চাঁচুড়ী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা মোল্লা ইমদাদুল হক, পুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিরুল ইসলাম, ব্যবসায়ী মুন্সী লুৎফার রহমান, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল বারী প্রমুখ।

বক্তারা বলেন, চার আসামি গ্রেপ্তার হলেও মূল হোতারা এখনো গ্রেপ্তার হননি। তাঁদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তি দিতে হবে।

ব্যবসায়ী কামরুল শেখ হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। আজ নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি পুরুলিয়া পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি পরিবর্তন করা হয়। এ নিয়ে বিরোধের জেরে গত ৩০ জুন ভোরে পুরুলিয়া গ্রামে ঘুমন্ত অবস্থায় কামরুল শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হামলায় ওই পরিবারের আরও পাঁচজন গুরুতর আহত হন। এ ঘটনায় নিহত কামরুলের ভাই জাকির শেখ ৩১ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা করেছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমিম আলম বলেন, এ হত্যা মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।