Thank you for trying Sticky AMP!!

পোশাকশ্রমিকেরা এখন যে বিশৃঙ্খলা করছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বুধবার রংপুরের নবদীগঞ্জ অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন করেন

পোশাকশিল্প নিয়ে যাঁরা সহিংসতা করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিক ও শ্রমিকের সঙ্গে আলোচনা চলছে। পাশের দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তা কার্যকর হবে। এখন যাঁরা বিশৃঙ্খলা করছেন, তাঁরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে করছেন। এরপর যে কারখানায় এমন অরাজকতা চলবে, তা বন্ধ করে দেওয়া হবে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রংপুরের নবদীগঞ্জ অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতালসংশ্লিষ্ট লোকজন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশে অনেক সরকার ক্ষমতায় বসলেও শুধু আওয়ামী লীগ সরকার পোশাকশ্রমিকদের নিয়ে ভেবেছেন। ২ হাজার ৫০০ টাকার বেতন নিয়ে গেছেন ৮ থেকে ১০ হাজারে।

যেসব দেশে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে সমস্যা হচ্ছে, এ রকম তিন দেশের বাণিজ্য বন্ধ করতে চাচ্ছে বাইডেন সরকার। এ তালিকায় বাংলাদেশ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর নেই। তবে তিনি আশা করেন, এ রকম সিদ্ধান্ত নেবে না যুক্তরাষ্ট্র

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে আরও এক মাস সময় লাগবে। ইতিমধ্যে ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু ‘টেকনিক্যাল’ কারণে পিছিয়েছে।

Also Read: পোশাক শিল্পে মজুরি: শ্রমিকদের প্রস্তাব ন্যূনতম ২০,৩৯৩ টাকা, মালিকেরা দিতে চান ১০,৪০০ টাকা

আলু-পেঁয়াজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে দর বেঁধে দিয়েছে। এরপর ট্যাক্স আছে। এ কারণে ভারতীয় পেঁয়াজ দেশে পৌঁছে ১১০ থেকে ১১৫ টাকা হয়ে যায়। এ ছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও এক মাস একটু কষ্ট হবে। আর আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা আমদানির জন্য আসবেন, তাঁদের সহায়তা করা হবে।

Also Read: গাজীপুরে আবারও পুলিশ বক্সে হামলা পোশাকশ্রমিকদের, শোরুম ও পিকআপে আগুন