Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে এসে এগারোসিন্ধুর ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বিঘ্ন

এগারোসিন্ধু ট্রেনটি গাজীপুরে মাজুখান ও পুবাইলের মাঝামাঝি তালোটিয়া এলাকায় এসে থেমে যায়

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকায় ঢাকা-সিলেট রেললাইনে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনার পর ঢাকামুখী ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে এগারোসিন্ধুর ট্রেনটি আজ সকালে ভৈরব-টঙ্গী হয়ে ঢাকায় যাচ্ছিল। যাওয়ার পথে ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে ট্রেনটি মাজুখান ও পুবাইলের মাঝামাঝি তালোটিয়া এলাকায় এসে থেমে যায়। এতে সকাল ১০টা থেকে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে পাশের আরেকটি লাইন দিয়ে সিলেট বা কিশোরগঞ্জের ট্রেন চলাচল করে।

পুবাইল রেলওয়ে স্টেশনমাস্টার রাকিবুল ইসলাম জানান, বিকল হয়ে যাওয়া ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়ার জন্য বেলা ১১টায় ঢাকা থেকে উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এরপর বিকল হওয়া ইঞ্জিনসহ ট্রেনটি টঙ্গী স্টেশন নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।