Thank you for trying Sticky AMP!!

নির্জন বনের ভেতর মানুষের খুলির পাশে পড়েছিল পাঞ্জাবিটি। আজ বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের উচাভিটা এলাকায়

নির্জন শালবন থেকে খুলি ও হাড়গোড় উদ্ধার, পাশে পড়ে ছিল লুঙ্গি-পাঞ্জাবি

নির্জন শালবনের ভেতর লাকড়ি কুড়াতে গিয়ে মানুষের খুলি ও হাড়গোড় পেয়েছেন এক নারী। আজ বুধবার বেলা ১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের উচাভিটা নামের নির্জন শালবনে এগুলো পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ হাড়গুলো উদ্ধার করে নিয়ে আসে।

স্থানীয় লোকজন জানান, আজ সকাল থেকেই বনে লাকড়ি কুড়াচ্ছিলেন জামিলা খাতুন নামের স্থানীয় এক নারী। দুপুরের দিকে হঠাৎ বনের ভেতর শুকনা পাতার স্তূপের মধ্যে মানুষের খুলির মতো বস্তু দেখতে পান। কাছে গিয়ে ওই বস্তু মানুষের মাথার খুলি হিসেবে নিশ্চিত হন তিনি। বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে ইউনিয়ন পরিষদে জানান। এরপর শ্রীপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল ও আশপাশে অনুসন্ধান চালায়। এ সময় মাথার খুলি ছাড়া স্বল্প দূরত্বে আশপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন আকারের হাড়গোড়ের খোঁজ পায় তারা।

স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, বনের ওই এলাকা খুবই নির্জন। আশপাশে মানুষের বসতি নেই। মাঝেমধ্যে অনেকেই সেখানে গাছের শুকনো ডালপালা সংগ্রহ করতে যান।

গোসিংগা ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফারুক আহমেদ বলেন, মানুষের খুলি পাওয়ার খবর শুনে পুলিশে খবর দেওয়া হয়। এরপর সেখান থেকে পাঞ্জাবি, লুঙ্গিসহ আরও কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ।

শ্রীপুর থানার উপরিদর্শক (এসআই) মো. সাদিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বনের ভেতর থেকে মাথার খুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আশপাশে আরও কিছু হাড়গোড় পাওয়া গেছে। ছড়িয়ে থাকা হাড়গোড়ের পাশে পাঞ্জাবি ও লুঙ্গি পাওয়া গেছে। এগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে।