Thank you for trying Sticky AMP!!

১৭ বছরে হাজার হাজার কোটি টাকা পাচার ছাড়া আর কিছুই হয়নি: শামা ওবায়েদ

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মিনারগ্রামে শহীদ মারুফের পরিবারের হাতে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আজ বুধবার বিকেলে তোলা

গত ১৭ বছরে কুইক রেন্টালের মাধ্যমে চুরি, ডাকাতি ও হাজার হাজার কোটি টাকা পাচার করা ছাড়া আর কিছুই করা হয়নি। বর্তমানে লোডশেডিংয়ের অবস্থা দেখলে এটা পরিষ্কার।

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির আন্দোলনে নিহত নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মারুফুর রহমানের পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করার পর সমবেত সবার উদ্দেশে কথাগুলো বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আজ বুধবার বিকেলে নগরকান্দা পৌরসভার মিনারগ্রামে শহীদ মারুফের পরিবারের হাতে এ ঈদ উপহার পৌঁছে দেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘খুন, গুম, বিচারবহির্ভূত হত্যা আবার নতুন করে শুরু করেছে সরকার। মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সত্য কথা লেখার জন্য জেলে যেতে হচ্ছে। এ বিভীষিকাময় পরিস্থিতি থেকে আমরা নিস্তার চাই। কৃষকদের সারের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, পানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৭ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ডাকা হরতালে পুলিশের গুলিতে নিহত হন নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মারুফুর রহমান। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, সহসভাপতি আলিমুজ্জামান, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান।