Thank you for trying Sticky AMP!!

ময়মনসিংহ মেডিকেলে সাত দালালকে সাত দিন করে কারাদণ্ড

আদালত

চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক সাতজন দালালকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এই সাজা দেন।

এর আগে সকালে র‍্যাব-১৪–এর একটি দল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। র‍্যাব-১৪–এর উপপরিচালক (অপারেশনস অফিসার) মো. আনোয়ার হোসেনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক সাতজনকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা বিভিন্ন সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাধা দিয়ে আসছিলেন।