Thank you for trying Sticky AMP!!

স্মার্ট গ্রাম দেখতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী হিজলীতে

স্মার্ট গ্রাম হিজলী পরিদর্শনে ব্র্যাক বিশ্ববিদ্যালয় একদল শিক্ষার্থী ও শিক্ষক। আজ সকালে

ব্র্যাক বিশ্ববিদ্যালয় একদল শিক্ষার্থী ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার স্মার্ট গ্রাম হিজলী পরিদর্শন করেছেন। আজ শনিবার সকালে তাঁরা ওই গ্রামে এসে পৌঁছান। দুপুর পর্যন্ত তাঁরা গ্রাম ঘুরে দেখেন, গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন।

Also Read: হিজলী: স্মার্ট এক গ্রামের গল্প

ওই দলে ছিলেন শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব অপি করিম, শিক্ষক খন্দকার হাসিবুল কবিরসহ ৩২ জন শিক্ষার্থী। তাঁদের স্বাগত জানান হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাফিজ হাসানসহ অন্যরা। পরে সেখানে অতিথি হিসেবে উপস্থিত হন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম।

পোস্টবক্সের আদলে স্থাপিত এই বাক্সে চিরকুট ফেলে গ্রামের সেবাগ্রহীতারা দ্রুত সেবা নিতে পারেন। সম্প্রতি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিজলী গ্রামে

শিক্ষার্থীরা গ্রামের নারীদের সেলাইয়ের কাজ দেখেন, তাঁদের সঙ্গে কথা বলেন। তাঁরা বেশ কিছু সময় কাটান ওই নারীদের সঙ্গে। তাঁরা গ্রামের সবজির খেতগুলো ঘুরে ঘুরে দেখেন, দেখেন ক্লাব-লাইব্রেরি। গ্রামের ইউপি সদস্য আবদুল হাকিমের বাসার সামনে আলোচনায় মিলিত হন। সেখানে কথা বলতে গিয়ে শিক্ষকেরা উল্লেখ করেন, পত্রিকার মাধ্যমে খবর পেয়ে এখানে এসে তাঁরা আনন্দিত। তাঁরা গ্রাম ঘুরে উপলব্ধি করেছেন, এই গ্রামের মানুষেরা খুবই কর্মঠ। তাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে স্বাবলম্বী। গ্রামের মানুষের ব্যবহার তাঁদের মুগ্ধ করেছে বলে জানান। পরে তাঁরা কাপাসহাটিয়া বাঁওড়ে নৌকাভ্রমণ করেন।

মেয়র সাইদুল করিম বলেন, পাড়াগাঁয়ের হিজলী গ্রামটি ছিল অনুন্নত। সেই গ্রামের চিত্র পাল্টে গেছে। যা দেশে মডেল হতে চলেছে।

২১ জুলাই প্রথম আলোর প্রথম পাতায় ‘হিজলী: স্মার্ট এক গ্রামের গল্প’ শীর্ষক বিশেষ প্রতিবেদন ছাপা হয়। এরপর অনেকে এই গ্রাম দেখতে আসছেন।