Thank you for trying Sticky AMP!!

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়, দেড় ঘণ্টা বিদ্যুৎহীন সিলেট বিভাগ

প্রতীকী ছবি

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এর ফলে সিলেট বিভাগে দেড় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আজ সোমবার বেলা ১টা ১০ মিনিটে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে সিলেটের কুমারগাঁও গ্রিডে সরবরাহে বিপর্যয় ঘটে। বেলা ২টা ৪০ মিনিটের দিকে সিলেট গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে গ্রাহক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয় বেলা তিনটার দিকে।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মোহম্মদ আবদুল কাদির। তিনি বলেন, আশুগঞ্জ ১৩২ কেভি বিদ‌্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বেলা ১টা ১০ মি‌নিট থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

আবদুল কাদির বলেন, বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত সিলেটে গ্রিড বিপর্যয় ঘটে। এরপর ১৮০ মেগাওয়াটের স্থলে ১৫ মেগাওয়াট সরবরাহ করা হলেও গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়‌নি। বিদ্যুৎ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগে।