Thank you for trying Sticky AMP!!

ছবিতে গাইবান্ধার উপনির্বাচন

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল সাড়ে আটটায় ভোটগ্রহণ শুরু হলেও তীব্র শীতের কারণে কেন্দ্রগুলোয় ভোটারের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়তে থাকে। এ আসনে ইভিএমে ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে বিদ্যুৎ না থাকায় ৯টি কেন্দ্রে জেনারেটর ব্যবহার করা হচ্ছে। মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৯৮। পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকেন্দ্রের নানা চিত্র নিচের ছবিগুলোয় তুলে ধরা হলো।

১. তীব্র শীতে কাবু জনজীবন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার কুকড়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ভোটকেন্দ্রে পুলিশ দায়িত্ব পালন করছে। আজ সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসেছেন রাজ কামিনী সরকার। আজ সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী মাহমুদ হাসান। বুধবার সকালে সাঘাটা উপজেলার ফলিয়া দিগর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে
নারী ভোটারদের দীর্ঘ সারি। আজ বেলা সাড়ে ১১টায় সাঘাটা উপজেলার জুমারবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে
ইভিএমের নমুনা ব্যালট দেখছেন তিন নারী। আজ সকাল ১০টায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে
ভোটকেন্দ্রের ভেতরের দৃশ্য। গতকাল বুধবার সকাল ১০টায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
এক অসুস্থ ব্যক্তিকে ভোটকেন্দ্রের কক্ষে নিয়ে যেতে সাহায্য করছেন এক আনসার সদস্য। আজ দুপুর সাড়ে ১২টায় সাঘাটা উপজেলার কচুয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে

Also Read: কুয়াশা আর ঠান্ডার দিনে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম