Thank you for trying Sticky AMP!!

ফেনীতে প্রতারণা মামলার ১৩ বছর পর আসামি গ্রেপ্তার

ফেনী জেলার মানচিত্র

ফেনীর ছাগলনাইয়া উপজেলার এক ব্যক্তিকে প্রতারণার একটি মামলায় ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলার রায়ে পলাতক ওই ব্যক্তিকে এক বছরের কারাদণ্ডও দিয়েছিলেন আদালত। গতকাল শুক্রবার দুপুরে ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে মো. হারুনুর রশিদ (৪২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। হারুনুরের বাড়ি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর পানুয়া গ্রামে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, ২০১০ সালের জানুয়ারিতে আসামি হারুনুর রশিদের বিরুদ্ধে আদালতে একটি প্রতারণার মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক। তাঁর অনুপস্থিতিতে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন এবং তাঁকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর পুলিশ আসামির খোঁজে মাঠে নামে। গ্রেপ্তার এড়াতে নানা কৌশলের আশ্রয় নিয়ে ১৩ বছর পালিয়ে ছিলেন তিনি। অবশেষে গতকাল দুপুরে ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সন্ধ্যায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।