Thank you for trying Sticky AMP!!

সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় বিআইডব্লিউটিএর অভিযান। বৃহস্পতিবার উপজেলার মেঘনা ঘাট থেকে বৈদ্যের বাজার লঞ্চঘাট এলাকায়

সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর তীর দখল করে গড়ে ওঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএর মেঘনা ঘাট নদীবন্দর কর্তৃপক্ষ এ অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ তাসলিমা আকতার অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, আজ মেঘনা ঘাট থেকে বৈদ্যের বাজার লঞ্চঘাট পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় আল মোস্তফা গ্রুপের নির্মাণাধীন একটি চারতলা ভবন, বেশ কয়েকটি অবৈধ ড্রেজার, বাঁশের জেটিসহ মোট ১৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এতে নদীর দুই তীরে প্রায় তিন কিলোমিটার এলাকা দখলমুক্ত হয়।

অভিযানের সময় বিআইডব্লিউটিএর মেঘনা ঘাট নদীবন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযান শেষে তিনি বলেন, পাঁচ বছর আগে বৈদ্যের বাজার লঞ্চঘাটে মেঘনা নদী দখল করে চারতলা ভবন বানানো শুরু করে আল মোস্তফা গ্রুপ। কয়েকবার অভিযান চালিয়ে ভবনটির কিছু অংশ ভেঙে দিয়ে বাকি অংশ ভেঙে ফেলতে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা নোটিশ না মেনে আবার ভবনের নির্মাণকাজ শুরু করে। এবার স্থায়ীভাবে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবার নদী দখল করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেঘনা নদী দখলমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।