Thank you for trying Sticky AMP!!

রাজশাহীর দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে

রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের একটি নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সিংগা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হননি। তবে বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন ক্যাম্পে থাকা কর্মী-সমর্থকেরা। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান জেলা যুবলীগের সাবেক সহসভাপতি। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোটরসাইকেলযোগে এসে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়।

ঈগল প্রতীকের নির্বাচনী এজেন্ট আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, দুর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে তাঁরা কয়েকজন বসে ছিলেন। হঠাৎ কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। তাঁদের কেউ আহত হননি। এ ঘটনার প্রতিবাদে তাঁরা মিছিল করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা করেছে এখনো শনাক্ত করা যায়নি। তবে পাশে একটি দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। সেখান থেকে ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।