Thank you for trying Sticky AMP!!

বগুড়ার শেরপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আবদুস সাত্তার (৬০) নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমাননগর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।

আবদুস সাত্তার গাড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। তিনি গাড়িদহ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি।

শেরপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবদুস সাত্তারের বিরুদ্ধে মামলা হয়। এ মামলা এখন বিচারাধীন। ওই মামলায় আবদুস সাত্তারের নামে সম্প্রতি থানায় গ্রেপ্তারি পরোয়ানা আসে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আবদুস সাত্তারকে গ্রেপ্তারে থানা-পুলিশ আজ সকাল ছয়টায় তাঁর বাড়ির সামনে অবস্থান নেয়। সকালে তিনি বাড়ি থেকে বের হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আবদুস সাত্তারকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।