Thank you for trying Sticky AMP!!

টাঙ্গাইলে অবশেষে সাদপন্থীদের ইজতেমা শান্তিপূর্ণভাবে শুরু

টাঙ্গাইলে তাবলিগ জামাতের সাদপন্থীদের জেলা ইজতেমা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার করটিয়া ইউয়িনের ভাতকুড়া গ্রামে

টাঙ্গাইলে অবশেষে তাবলিগ জামাতের সাদপন্থীদের জেলা ইজতেমা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে এই ইজতেমা শুরু হয়। অপর দিকে জুবায়েরপন্থীরা গতকাল বুধবার রাতেই শহরের মারকাজ মসজিদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন।

এই ইজতেমা আয়োজন ঘিরে সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। জুবায়েরপন্থীরা প্রশাসনের কাছে এই আয়োজন বন্ধের দাবি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আজ দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লি সেখানে অবস্থান করছেন। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ দায়িত্ব পালন করছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

ইজতেমা আয়োজক কমিটির খাদেম মুফতি মোস্তফা খলিল চৌধুরী জানান, আজ ফজরের পর থেকে ইজতেমার মূল আমল শুরু হয়েছে। ফজর থেকে সকাল আটটা পর্যন্ত তিনি প্রথমে বয়ান করেন। এরপর সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তালিমের মৌজ নিয়ে আলোচনা করেন মুফতি শহিদুল্লাহ। এরপর বিদেশি মেহমানেরা পুরো ইজতেমা মাঠকে ২০ ভাগে ভাগ করে আলাদা আলাদা তালিম করেছেন। জোহরের পর সৌদি আরবের মেহমান শেখ মোহাম্মদ আল খামিদ বয়ান করেন।

আসরের পর ঢাকার মাওলানা এহসান, মাগরিবের পর ঢাকার মুফতি ওসামা ইসলাম বয়ান করবেন। ইজতেমার প্রধান মাঠে ১২ হাজার মুসল্লি আছেন। এ ছাড়া আশপাশের মাঠে আরও তিন হাজার মুসল্লিকে জায়গা দেওয়া হয়েছে। কাল শুক্রবার জুমার নামাজে ১৫ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করবেন বলে তিনি মনে করছেন।

Also Read: টাঙ্গাইলে ইজতেমা ঘিরে সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থীরা অভিযোগ করেন, ভাতকুড়া এলাকার ইজতেমায় নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হবে। তাই তাঁরা ইজতেমার বন্ধের দাবি জানান। এই দাবিতে তাঁরা টাঙ্গাইল শহরের মারকাজ মসজিদ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেন। তবে গতকাল রাতেই তাঁরা অবস্থান কর্মসূচি ছেড়ে চলে যান। জুবায়েরপন্থী অংশের নেতা ও জেলা কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শামছুল হক কাসেমী আজ বলেন, ‘আমাদের এখন আর কোনো কর্মসূচি নেই।’