Thank you for trying Sticky AMP!!

বাবুবাজার সেতুতে যানবাহনের চাপ কম

বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতুতে যানবাহনের চাপ তেমন নেই। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তোলা

ঢাকার বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু ও কেরানীগঞ্জের কদমতলী এলাকায় আজ বুধবার সকাল থেকে যানবাহনের চাপ তেমন নেই। এ ছাড়া বুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতুতেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সংস্কারকাজ চলমান থাকায় সেখানে হালকা যানবাহন চলাচল করছে।

Also Read: পোস্তগোলা সেতুতে সংস্কারকাজ শুরু, বাবুবাজার সেতুতে যানবাহনের চাপ

আজ দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় নিয়োজিত ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, আজ সকাল থেকেই যানবাহনের চাপ কম রয়েছে। সড়ক যানজটমুক্ত রাখতে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যেরা কাজ করছেন। তবে সেতুর পাশে নয়াবাজার এলাকায় কিছুটা যানজট রয়েছে।

আগে যাত্রীবাহী বাসগুলো সেতুর ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাত। তবে গত কয়েক দিন ট্রাফিক পুলিশের তৎপরতা বাড়ায় সেতুর ওপর বাস থামছে না। মুন্সিগঞ্জের শ্রীনগরগামী আরাম পরিবহনের চালক মোতালেব মিয়া জানান, ‘গুলিস্তান থেকে ছেড়ে আসার পর পুরান ঢাকার তাঁতীবাজার মোড় ও বাবুবাজার সেতুর কাছে নয়াবাজার এলাকায় যানজটে পড়েছিলাম। তবে সেতুর ওপর ও কদমতলী এলাকায় যানজটে পড়তে হয়নি।’

গুলিস্তান থেকে নবাবগঞ্জ রুটে চলাচলকারী নবকলি পরিবহনের চালক সিরাজুল ইসলাম জানান, বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু দিয়ে চলাচলকালে তীব্র যানজটে পড়তে হয়। তবে দুই দিন ধরে সেতুতে তেমন যানজট হয়নি।

কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকার বাসিন্দা কুতুব উদ্দিন বলেন, ‘প্রতিদিন সকালে কাজের উদ্দেশ্যে রাজধানীর পুরানা পল্টন এলাকায় যাই। প্রায় সময়ই বাবুবাজার সেতুতে যানজটে পড়তে হয়। তবে দুই দিন ধরে যানজটে পড়তে হয়নি। স্বস্তিতে চলাচল করতে পেরেছি।’