Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে কলেজশিক্ষক হত্যার ঘটনায় ভাই-ভাতিজাদের গ্রেপ্তার

কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুন

গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কলেজশিক্ষককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর দুই ভাই ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার দুই দফায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন র‍্যাব-১–এর সদস্যরা। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন র‍্যাব-১–এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত কলেজশিক্ষক রেজা সাঈদ আল মামুনের (৫৫) বড় ভাই মোহাম্মদ আলী (৬৫), ভাই মজিবুর রহমান (৫৫), মজিবুরের দুই ছেলে মো. সুমন (২৮) ও মো. সেজান (২০)।

Also Read: গাজীপুরে কলেজশিক্ষক হত্যার ঘটনায় ভাই-ভাতিজাদের আসামি করে মামলা

রেজা সাঈদ আল মামুন কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

থানা-পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত রোববার বিকেলে কলেজশিক্ষক রেজা সাঈদ আল মামুনকে ভাই মজিবুর রহমান, তাঁর দুই ছেলে সুমন ও সেজান লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় গতকাল মজিবুরের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। এরপর গাজীপুর র‍্যাব-১–এর সদস্যরা অভিযান চালিয়ে মামলার হুকুমের আসামি মজিবুরের বড় ভাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেন। আরেক দফায় অভিযান চালিয়ে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর জয়েরটেক এলাকা থাকে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Also Read: সরকারি কলেজের শিক্ষককে পিটিয়ে হত্যা, ভাই ও দুই ভাতিজা পলাতক