Thank you for trying Sticky AMP!!

ইঁদুর ধরতে গর্তে হাত, সাপের কামড়ে তরুণের মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলায় সাপের কামড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার এড়েন্দা গ্রামে ইঁদুর ধরতে গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়ার পর সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়।

ওই তরুণের নাম সাকিব হোসেন (২১)। তিনি মনিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

সাকিব হোসেনের প্রতিবেশী মাহমুদুল হাসান বলেন, গতকাল সন্ধ্যায় সাকিব বাড়ির পাশে রাস্তার ধারে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পাশেই একটি ইঁদুরের গর্ত ছিল। গর্তে ইঁদুর আছে কি না, তা দেখতে সাকিব গর্তের ভেতরে বাঁ হাত ঢুকিয়ে দেন। এ সময় গর্তের ভেতরে থাকা বিষধর সাপ সাকিবের হাতের তর্জনীতে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পারিবারিক সূত্র জানায়, সাকিবকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খুলনায় নেওয়ার পথে রাত ১০টার দিকে সাকিবের মৃত্যু হয়।

তবে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, ‘সাপের কামড়ে তরুণের মৃত্যুর খবর আমার জানা নেই।’