Thank you for trying Sticky AMP!!

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

শীত থেকে রক্ষা পেতে অনেকেই আগুন পোহান

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে কমলা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্ল্যা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরনের কাপড়ে লাগা আগুনে দগ্ধ হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Also Read: বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ২৬ জন রোগী 

আজিমপুর গ্রামে মেয়ে বসিরন বেগমকে নিয়ে থাকতেন কমলা বেগম। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় তীব্র শীতের মধ্যে ঘরের ভেতর মাটির পাত্রে চুলার কয়লার আগুনের তাপ নিচ্ছিলেন কমলা। এ সময় তাঁর মেয়ে পাশের বাজারে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে দেখেন, তাঁর মা বাড়ির উঠানের এক পাশে দগ্ধ হয়ে পড়ে আছেন। পরে মেয়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে দগ্ধ হয়ে মৃত অবস্থায় দেখতে পান।

কমলার ছোট ভাই ফজলুল হক বলেন, আগুন পোহানোর সময় তাঁর বোনের পরনের কাপড়ের আঁচলে আগুন ধরার পর দৌড়ে ঘরের বাইরে বের হয়েছিলেন। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাত ১০টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Also Read: কুয়াশার চাদর আরও ঘন হচ্ছে, ঢাকায়ও শৈত্যপ্রবাহের শঙ্কা