Thank you for trying Sticky AMP!!

২৮ অক্টোবর নিয়ে চিন্তা বা সংকটের কোনো কিছু নেই: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার দুপুরে

২৮ অক্টোবর ঘিরে কোনো সংকটের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘২৭-এর পরে ২৮, এরপর ২৯, এটাই তো নিয়ম। তাই ২৮ অক্টোবর নিয়ে চিন্তা বা সংকটের কোনো কিছু নেই। ২৮ তারিখের পরও দুনিয়া থাকবে। সবকিছু স্বাভাবিকভাবে চলবে।’ আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ গ্রাম ডুংরিয়াতে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় ডুংরিয়া গ্রামে ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে দ্বিতল কমিউনিটি ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সেখানে জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতার কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিদেশিরা বিচার খুঁজে বেড়ায়, এটাই তাদের কাজ। বিদেশিদের এখন সামান্য জ্বর, কাশি হয়েছে। এসব থাকবে না। যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের দেশ আমরা চালাব।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে পাকিস্তানিরা গণহত্যা চালিয়েছিল, তখন এসব দেশের মোড়লদের আমরা পাইনি। আমরা একাই লড়াই করে, সংগ্রাম করে আমাদের দেশের বিজয় নিশ্চিত করেছি।’
এম এ মান্নান বলেন, জনগণ এ দেশের মালিক। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের নিরাপত্তায় কাজ করছে। আওয়ামী লীগ কোনো অন্যায় কাজে নেই।

বিএনপি ক্ষমতায় থাকতে দেশের কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতু করা হয়েছে। বঙ্গবন্ধু টানেল হয়েছে। আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে। হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে। আওয়ামী লীগ সরকার এসে জনগণের কষ্ট দূর করেছে।

অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।