Thank you for trying Sticky AMP!!

বড় স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নপূরণে চেষ্টা থাকতে হবে

সংবর্ধনা অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহরতলির নেহাল গ্রিন পার্কে

পরীক্ষায় শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষও হতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নপূরণে চেষ্টা থাকতে হবে। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহরতলির নেহাল গ্রিন পার্কে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।

এর আগে সকাল থেকেই গ্রাম ও মফস্‌সল শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিশোরগঞ্জের নেহাল গ্রিন পার্কে ছুটে আসে শত শত শিক্ষার্থী। তারা সহপাঠীদের সঙ্গে গল্প আর আনন্দ আড্ডায় মেতে ওঠে। এতে সংবর্ধনা অনুষ্ঠান যেন উৎসবে রূপ নেয়। শুরুতে শিক্ষার্থীরা নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। এখানে এসে কেউ কেউ সেলফি তোলে, অনেকে দল বেঁধে তোলে ছবি। আবার ছোট ছোট দলে চলে আড্ডা। বন্ধুদের হইহুল্লোড়ে উৎসবমুখর হয় পুরো পার্ক। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৫৯ শিক্ষার্থী নিবন্ধন করেছে। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ ন ম মুশতাকুর রহমান, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ ন ম নৌশাদ খান, স্টেট ইউনিভার্সিটির পরিচালক অসিম বাথনাগার। অনুষ্ঠানে প্রথম আলোর পক্ষ থেকে বক্তব্য দেন প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রথম আলো কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রশিক্ষক শিল্পী ইসলাম উদ্দিন পালাকারের গান।

Also Read: মৌলভীবাজারে শিখো-প্রথম আলো কৃতী সংবর্ধনায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

আ ন ম মুশতাকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘এই যে তোমরা এ প্লাস পেয়েছ, এটা তোমাদের জীবনের সর্বোচ্চ অর্জন নয়। এটা তোমাদের সূচনামাত্র। জীবনে সফল হওয়ার জন্য আরও বহুদূর যেতে হবে। আর আমাদের ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি দেশের জন্য নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে আ ন ম নৌশাদ খান বলেন, ‘মাদককে সর্বাবস্থায় না বলতে হবে। শখ করেও মাদক নেওয়া যাবে না। কারণ, মাদক নিজের জীবনকে ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজের জন্য ভয়াবহতা ডেকে আনে। এ ছাড়া দিন দিন তোমাদের হাতে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। তবে আমরা আশা করি, এসব প্রযুক্তিকে তোমরা ভালো কাজে লাগাবে।’

সেলফি তোলায় ব্যস্ত কয়েকজন কৃতী শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহরতলির নেহাল গ্রিন পার্কে

সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য ছিল অনলাইনে সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স ও ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।