Thank you for trying Sticky AMP!!

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর পল্লী বিদ্যুতের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পাবনা জেলার মানচিত্র

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঈশ্বরদীর দাশুড়িয়া শাখা কার্যালয়ে ‘ঘুষের টাকা নেওয়া এবং এ দৃশ্য ভিডিও করতে দেখে টাকা ফেরত দেওয়ার’ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। রোববার সন্ধ্যায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক আকমল হোসেন প্রথম আলোকে এসব তথ্য জানান।

Also Read: ‘ঘুষ নেওয়া ও ভিডিও করতে দেখে ফিরিয়ে দেওয়া’র ভিডিও ভাইরাল

এ বিষয়ে তিনি বলেন, সমিতির প্রধান কার্যালয়ের নির্দেশে ডিজিএম সাজ্জাদুর রহমানকে সমায়িক বরখাস্ত করে দাশুড়িয়া কার্যালয় থেকে ময়মনসিংহ তত্ত্বাবধায়কের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

ঘটনা তদন্তে পল্লী বিদ্যুৎ সমিতি তদন্ত কমিটি গঠন করেছে উল্লেখ করে আকমল হোসেন বলেন, সোমবার থেকে কমিটি কাজ শুরু করবে। তবে কমিটিতে কারা আছেন, তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার সকালে ধারণ করা ভিডিওটি গতকাল শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, দাশুড়িয়া শাখা কার্যালয়ের ডিজিএমের হাতে ৫০০ টাকার একটি বান্ডিল দিচ্ছেন এক গ্রাহক। এ সময় ওই গ্রাহকের পেছনে থাকা এক ব্যক্তি ভিডিও ধারণ করছিলেন। তিনি গ্রাহককে প্রশ্ন করেন, ‘কিসের টাকা দিলেন?’ গ্রাহক বলেন, ‘মিষ্টি খেতে চাইছিলেন, তাই।’ এরপর ডিজিএম ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে টাকাটা ফেরত দেন এবং উত্তেজিত হয়ে ওঠেন।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই গ্রাহক অভিযোগ করেন, ঘুষ দাবি করায় টাকা দিচ্ছিলেন। তবে ডিজিএমের দাবি, তাঁকে ফাঁসাতে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা দিতে গিয়ে সেই দৃশ্য ভিডিও করা হয়েছে। ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।