Thank you for trying Sticky AMP!!

মো. সাইফুল ইসলাম

জামালপুরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদের পক্ষে ভোট চাওয়ার অভিযোগে বিএনপির স্থানীয় নেতা মো. সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানান।

মো. সাইফুল ইসলাম বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত রোববার রাতে তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বকশীগঞ্জ কাঁচাবাজারে আয়োজিত এক সভায় অংশ নিয়ে নৌকার জন্য ভোট চান বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি বকশীগঞ্জ কাঁচাবাজারের সভাপতির দায়িত্বে রয়েছি। ওই দিন রাতে ওই বাজারে বকশীগঞ্জ পৌরসভার মেয়র গিয়েছিলেন। বাজারের সভাপতি হিসেবে সেখানে যাওয়ার জন্য মেয়র আমাকে তিনবার ফোন করেছিলেন। সভাপতি হিসেবে সেখানে আমি উপস্থিত হয়েছিলাম। সেখানে উপস্থিত বাজারের ব্যবসায়ীদের বলেছি, “মেয়র আপনাদের উদ্দেশ্যে কী বলেন, আপনারা বিষয়টি শুনবেন।” তারপরই আমি সেখান থেকে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে চলে যাই। সেখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিলেন না এবং আমি কোনো ভোটও চাইনি। এখন শুনছি, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের কোনো চিঠি আমি পাইনি।’