Thank you for trying Sticky AMP!!

হাঁস নষ্ট করল ধানের বীজতলা, বড় ভাইকে কুপিয়ে হাসপাতালে পাঠাল ছোট ভাই

ঝালকাঠি জেলার মানচিত্র

ঝালকাঠির রাজাপুরে হাঁসে ধানের বীজতলা নষ্ট করায় বড় ভাইয়ের কান ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত মো. মজিবুর হাওলাদারকে (৬০) বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হাবিব হাওলাদার (৫৫) পলাতক। তাঁরা পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত পবন আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আপন দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের বাড়ির সামনে কবরস্থানের কাছে হাবিব হাওলাদারের জমিতে মজিবুর হাওলাদারের হাঁস নেমে ধানের বীজতলা নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে হাতে থাকা দা দিয়ে বড় ভাই মজিবুর হাওলাদারের মাথায় কোপ দেন হাবিব। এতে মজিবুর হাওলাদারের বাঁ কান পুরোটা কেটে যায়। দায়ের একাধিক কোপে তাঁর ডান হাঁটুর নিচে রগ কেটে যায়।

পরে মজিবুর হাওলাদারকে পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। সেখানে চিকিৎসক মো. সাহেদ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. সাহেদ বলেন, ধারালো অস্ত্রের কোপে মজিবুর হাওলাদারের বাঁ কান ও ডান পায়ের রগ কেটে গেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হাবিব হাওলাদার পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।