Thank you for trying Sticky AMP!!

বঙ্গবন্ধু টানেলে ১৩ দিনেই ২ কোটি ছাড়াল টোল আদায়

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে এই টানেল। সংযোগ সড়কসহ টানেলের মোট দৈর্ঘ্য ৯ দশমিক ৩৯ কিলোমিটার

চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৩ দিনে চলাচল করেছে ৮৯ হাজার ৩২৮টি যানবাহন। এসব যানবাহনের কাছ থেকে টানেল ব্যবহারের বিপরীতে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৫ লাখ ৮২ হাজার টাকা।

টোল আদায়ের এ তথ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, টানেলে টোল আদায় ও যানবাহন চলাচল প্রতিনিয়ত বেড়ে চলছে।

গত ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ছয়টায় সর্বসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়।

টানেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, টানেলে প্রতিদিন যান চলাচল বাড়ছে। সাধারণ যাত্রীদের পাশাপাশি অনেক দর্শনার্থী টানেল দিয়ে চলাচল করছেন। কক্সবাজারগামী কিছু দূরপাল্লার যানবাহনও টানেল দিয়ে চলাচল শুরু করেছে।

টানেলকে ঘিরে দুই পাড়ে প্রতিদিন জড়ো হচ্ছেন দর্শনার্থীরা। এ কারণে দুই প্রান্তে বিভিন্ন গণপরিবহনে যাত্রী বেড়েছে। পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, টানেল উদ্বোধনের পর থেকে তাঁদের আওতাধীন সড়কে যাত্রী বেড়েছে। টানেল দিয়ে নগরে যাতায়াতের জন্য বাস চালুর বিষয়ে তাঁরা ভাবছেন।