Thank you for trying Sticky AMP!!

আ.লীগ সরকারের পদত্যাগের দাবি সিলেট বিএনপির

সিলেট নগরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশে চলমান নানামুখী সংকট নিরসনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চেয়েছে সিলেট বিএনপির নেতারা। আজ শুক্রবার বিকেলে সিলেট নগরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে বিএনপি এ কর্মসূচি পালন করেছে। নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরের আম্বরখানা এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহক্ষুদ্র ঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন কমছে, তখন বাংলাদেশ সরকার প্রায় দ্বিগুণ পরিমাণে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এটি একটি গণবিরোধী সিদ্ধান্ত। ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণ ও দেশের অর্থনীতির ওপরে ভয়াবহ প্রভাব পড়েছে। দেশ চরম সংকটে পড়েছে। এ সংকট নিরসনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই।

সমাবেশে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদও বক্তব্য দেন। কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির ১৮টি ইউনিট এবং সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।