Thank you for trying Sticky AMP!!

মুক্তাগাছায় ঝড়ে আম কুড়াতে গিয়ে প্রাণ গেল দুই বোনের

লাশ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল চাপা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে পৌর শহরের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই বোনের নাম জেরিন আক্তার (৬) ও চাঁন মণি (৪)। সম্পর্কে তারা চাচাতো বোন। তাদের মধ্যে জেরিন পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে ও চাঁন মণি আমিরুল ইসলামের মেয়ে।

মুক্তাগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় জেরিন ও চাঁন মণি আম কুড়াতে যায়। এ সময় আমগাছের একটি ডাল ভেঙে তাদের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই জেরিন মারা যায়। গুরুতর আহত হয় চাঁন মণী। স্বজনেরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ঝড়ে নিহতের বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।