Thank you for trying Sticky AMP!!

শৈশবের বিদ্যালয়ে উপস্থিত হয়ে সাকিব শিক্ষার্থীদের ভালো স্বপ্ন দেখতে বললেন

শৈশবের স্মৃতি বিজড়িত স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করতে আসেন সংসদ সদস্য সাকিব আল হাসান। বুধবার দুপুর মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ে

স্কুলশিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে খেলাধুলায় যুক্ত হতে পরামর্শ দিলেন মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। আজ বুধবার দুপুর ১২টার দিকে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

Also Read: নির্বাচনের পর প্রথমবার মাগুরায় সাকিব, চাইলেন সবার সহযোগিতা

সাকিব আল হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা হয়তো জানো আমি এই স্কুলের ছাত্র ছিলাম। এখানে আরও অনেকেই আছেন যাঁরা এই স্কুলের শিক্ষার্থী ছিলেন, যাঁরা এখন সমাজের ভালো জায়গায় অবস্থান করছেন। তোমরাও এমন ভালো স্বপ্ন দেখবা। যেখান থেকে তোমরা মাগুরার ভালোর জন্য ভালো কিছু করতে পারবা। সেটা যেকোনো সেক্টরে হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজনীতি, খেলাধুলা যার যেটা ইচ্ছা হয় করো। শুধু ভালো দিকটা বেছে নিবা।’

Also Read: ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে, শপথ নিতে এসে বললেন সাকিব

সাকিব আরও বলেন, ‘আশা করি তোমরা ফোনটা একটু কম ইউজ (ব্যবহার) করবা। পড়াশোনায় মনোযোগী হবা। অবশ্যই তোমার মা-বাবার কথা শুনবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাদক থেকে দূরে থাকবা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা।’

সাকিব আল হাসান শিক্ষার্থীদের ফোন কম ব্যবহার করে খেলাধুলায় যুক্ত হতে পরামর্শ দেন। বুধবার দুপুর মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ে

সাকিব বলেন, ‘মাদক থেকে দূরে থাকলে তোমাদের ও দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এর জন্য বড় হাতিয়ার হতে পারে খেলাধুলা। যত বেশি তোমরা খেলাধুলায় মনোযোগী হবা। যত বেশি খেলাধুলায় সময় পার করবা, তত বেশি তোমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। পড়াশোনাও তোমাদের জন্য ভালো হবে।’

Also Read: অন্তত ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস সাকিবের

এর আগে বিদ্যালয়ের প্রবেশদ্বারের দুই পাশে দাঁড়িয়ে সাকিবকে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের বিএনসিসি দলের অভিবাদন গ্রহণ করেন মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মজুমদার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে সাকিব আল হাসান প্রথমবারের মতো অংশ নিয়ে ১ লাখ ৭৯ হাজার ৪১৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সাকিব নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পান ৫ হাজার ৯৭৩ ভোট।

Also Read: ১ লাখ ৮৫ হাজার ভোট পেয়ে জয়ী সাকিব আল হাসান