Thank you for trying Sticky AMP!!

ময়মনসিংহে বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনা

ময়মনসিংহের ত্রিশালে বাসের চাপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল সদর উপজেলার উজানপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তিনজনই অটোরিকশার আরোহী ছিলেন। তিনজনের মধ্যে দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী ও দুই বছরের শিশু রুবাইয়া। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক মেহেদী উল্লাহ বলেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় সালমান আজাদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি সেখানেই মারা যান। সালমান আজাদী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি বগুড়ায়।

Also Read: ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার দুই যাত্রী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি কয়েকজন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে ত্রিশালে যাচ্ছিল। ত্রিশাল উপজেলার উজানপাড়া এলাকায় পৌঁছালে একটি বাস ইউ টার্ন নেওয়ায় সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু রুবাইয়া মারা যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। আর হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত সালমান আজাদীর মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, হতাহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।