Thank you for trying Sticky AMP!!

একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতক

তিন সন্তানের জন্ম দিলেন ময়না, সংসার কীভাবে চলবে জানেন না

বাগেরহাটের শরণখোলা উপজেলায় একসঙ্গে ফুটফুটে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ময়না বেগম (৩৫) নামের এক নারী। আজ রোববার দুপুরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবে তিন সন্তান প্রসব করেন তিনি।

ময়না বেগম পিরোজপুরের মঠবাড়িয়ার জামাল হাওলাদারের স্ত্রী ও বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর ভোলারপাড় গ্রামের মৃত ছায়েদ তালুকদারের মেয়ে।

চার-পাঁচ মাস ধরে স্বামী তাঁর খোঁজ নেন না জানিয়ে ময়না বেগম প্রথম আলোকে বলেন, তাঁর মা পিয়ারা বেগম (৬৫) ভিক্ষা করে সংসার চালান। গর্ভবতী হওয়ার পর তিনি শরণখোলায় মায়ের কাছে চলে আসেন।

ময়না বেগম সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস।

তিনি প্রথম আলোকে বলেন, স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করেছেন ওই নারী। তবে তিন নবজাতকেরই ওজন কম। তাই সংক্রমণের ঝুঁকি রয়েছে। এ জন্য তাদের বাগেরহাট সদর হাসপাতালের বেবি ইনকিউবেটরে পাঠানো হয়েছে।

ময়না বেগমের মা পিয়ারা বেগম বলেন, ‘ভিক্ষা করে পেট চালাই। এর মধ্যে মেয়েকে রেখে জামাই চলে গেছে। এখন তিন সন্তান হইছে মেয়ের। আগের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পাঁচ নাতি–নাতনি ও মেয়েকে নিয়ে কীভাবে খেয়ে-পরে বাঁচাব, জানি না।’