Thank you for trying Sticky AMP!!

সুন্দরবনে বাঘের থাবায় জেলে আহত

সুন্দরবনে বাঘের থাবায় গুরুতর আহত জেলে অনুকূল গাইন। শুক্রবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের থাবায় এক জেলে আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেলের নাম অনুকূল গাইন (৩৫)। তিনি উপজেলার পশ্চিম আমরবুনিয়া গ্রামের বাসিন্দা।

সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীর বলেন, অনুমতি নিয়ে পশ্চিম আমরবুনিয়া গ্রামের মাহবুব শেখ ও অনুকূল গাইন আজ সকালে সুন্দরবনের জিউধারা স্টেশনের একটি খালে মাছ ধরছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে পেছন থেকে অনুকূলকে থাবা দেয় একটি বাঘ। এ সময় মাহমুদ শেখের চিৎকারে আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক ছুটে এসে অনুকূলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা কামাল হোসেন বলেন, বাঘের থাবায় ওই ব্যক্তির মেরুদণ্ড, পাঁজর ও পেটে ক্ষত হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে এই হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।