Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদকে একটি কিডনি দিয়েছেন স্ত্রী রুবী আকতার

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রুবী আকতার নামের এক নারী তাঁর স্বামী মোহাম্মদ হারুনুর রশিদকে একটি কিডনি দিয়েছেন। স্বামীকে কিডনি দেওয়ার ঘটনায় আত্মীয়স্বজনসহ আশপাশের সবাই রুবী আকতারের প্রশংসায় পঞ্চমুখ।

এই দম্পতির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মোহাম্মদ হারুনুর রশিদ পরিবার নিয়ে ওমানে থাকতেন। তিনি প্রবাসে দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। সেখানে চিকিৎসা করেছেন।

একপর্যায়ে হারুনুর রশিদের দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। কয়েক মাস আগে ওমান থেকে পরিবার নিয়ে তিনি দেশে চলে আসেন। কিডনি নষ্ট হয়ে যাওয়ায় হতাশায় ভুগছিলেন তিনি। চিকিৎসকেরা তাঁকে পরামর্শ দেন, একটি কিডনি প্রতিস্থাপন করলে তিনি বাঁচতে পারবেন। মাসখানেক তিনি কিডনিদাতার খোঁজ করেন। তবে কাউকে পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর স্ত্রী রুবী আকতার স্বামীকে কিডনি দিতে চান।

ঢাকার শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হারুনুর রশিদ। সেখানে তাঁর সঙ্গে থাকা স্বজন নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘রোববার হারুনের শরীরে কিডনি প্রতিস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসক কামরুল ইসলাম।’