Thank you for trying Sticky AMP!!

ইভিএমে ত্রুটিতে ভোট দিতে পারেননি জাপার মেয়র প্রার্থী মোস্তাফিজার

জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান ইভিএমে ত্রুটির কারণে ভোট দিতে না পারার অভিযোগ করেন। ছবিটি কলেজ রোড আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটির কারণে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান ভোট দিতে পারেননি। ভোটকক্ষে প্রায় ১৫ মিনিট অবস্থান করে ভোট দিতে না পেরে বাইরে এসে সাংবাদিকদের সামনে ইভিএম নিয়ে হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রংপুর নগরের আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান মোস্তাফিজার রহমান। ইভিএমে ত্রুটির কারণে তিনি ভোট দিতে পারেননি। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি সকাল ৯টায় কেন্দ্রে এসেছি। ভোটকেন্দ্রে গিয়ে দেখি ইভিএম হ্যাং হয়েছে। কিন্তু এর আগে আমার হাতের আঙুলে ভোটগ্রহণের কালি দেওয়া হয়। আমি ১৫ মিনিটের মতো অপেক্ষা করেও ভোট দিতে পারিনি। এই যদি ইভিএমের অবস্থা হয়, তাহলে মানুষ ভোট দেবে কীভাবে?’

ইভিএম নিয়ে শঙ্কা প্রকাশ করে মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা আগে থেকেই বলেছি, ইভিএমে এ ধরনের ত্রুটি হতে পারে। রিটার্নিং কর্মকর্তা আমাদের আশ্বস্ত করেছেন, সমস্যা হলে তাঁরা ব্যবস্থা নেবেন। কিন্তু আমার বেলায় যদি ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হয়; সাধারণ ভোটারের ক্ষেত্রে কী হবে, এটা ভেবে দেখতে হবে।’

এ প্রসঙ্গে আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, খুব শিগগির ইভিএম ঠিক করার চেষ্টা করা হচ্ছে। একটি কক্ষে এই সমস্যা হয়েছে, সবগ কটিতে নয়।