Thank you for trying Sticky AMP!!

ঈশ্বরদীতে নাটোর-পাবনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকে আগুন

ঈশ্বরদীতে নাটোর-পাবনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ট্রাকটির তেমন কোনো ক্ষতি হয়নি। শুধু আসনের কিছু অংশ পুড়ে যায়। বুধবার সন্ধ্যায় উপজেলার মুলাডুলি সবজির আড়ত এলাকায়

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে পাবনার ঈশ্বরদী উপজেলায় পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মুলাডুলি সবজির আড়ত এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে ট্রাকের আসনের (সিট) কিছু অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

মুলাডুলি বাজারের ব্যবসায়ীরা জানান, বিকেলের দিকে বিএনপির উদ্যোগে পাবনা-নাটোর মহাসড়কে অবরোধের পক্ষে একটি মিছিল বের করার জন্য নেতা–কর্মীরা জমায়েত হচ্ছিলেন। এর মধ্যে দুর্বৃত্তরা ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

পথচারী সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে দু-তিন যুবক এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। যারা ট্রাকটিতে আগুন দিয়েছে, তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।